বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদমে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ মো. রবিউল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে আলীকদম থেকে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি আমতলী গ্রামের মো. সৈয়দ আলমের ছেলে। তিনি এর আগে মাদক পাচারকারী হিসেবে ছিলেন।
পুলিশ ও বিজিবি জানিয়েছেন , গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে আলীকদম বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাসে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয় দুই হাজার পিস ইয়াবা।
আলীকদম থানার অফিসার ইনর্চাজ ওসি খন্দকার তবিদুর রহমান জানান , বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।