মোঃইসমাইলুল করিম,নিজস্ব প্রতিবেদক:পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চিকনপাতা বাগান এলাকা থেকে ১ কাট ইয়াবা টেবলেট জব্দ করেন বিজিবি। ৩৪ বিজিবি অধিনায়কের তত্বাবধানে বৃহস্পতিবার রাতে ১৩ লা মার্চ রাতে বাইশফাঁড়ি বিওপির জোয়ানরা গোপনে খবর পান মিয়ানমার থেকে মাদকের চালান আসছে। বিজিবি জোয়ানরা উৎপেতে থাকে অন্তত ৩ ঘন্টা। পরে চোরাকারবারী এফডিএমএন সদস্যরা কাপড়ে মোড়ানো ইয়াবার পুটলি নিয়ে দ্রুত বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে চিকনপাতা বাগান নামক স্থানে পৌঁছলে বিজিবি জোয়ানরা তাদের আটকের চেষ্টা করে। টের পেয়ে এফডিএমএন সদস্যরা দ্রুত জঙ্গলাকীর্ণ পথে বেয়ে পালিয়ে যায়। বিজিবি তাদের ফেলে যাওয়া কাপড়ে মোড়ানো ইয়াবার কাট টি জব্দ করে।যাতে ১০ হাজার ইয়াবা ছিল। এ বিষয়ে যথা নিয়মে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো. ফারুখ হোসেন খান বলেন, বাইশফাঁড়ির চিকনপাতা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করেন তার অধীনস্থ জোয়ানরা।যা আগে থেকে তার কাছে খবর ছিল। এভাবে রাত-দিন তার জোয়ানদের তিনি সতর্ক রেখেছেন। যাতে এক পিস ইয়াবা টেবলেটও যেন এপারে না আসে। এছাড়া অন্যান্য পণ্য বা রোহিঙ্গা অনুপ্রবেশ না করে তার জন্যও ৩৪ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।