শম্পা দাস ও সমরেশ রায়ঃবার্ষিক মেগা ইভেন্ট ইন্টেরিয়র , এ বি আই ডি ২০২২ এর শুভ সূচনা হলো , সায়েন্স সিটি গ্রাউন্ড ফ্লোরে, 11 ই মে সন্ধ্যা ছটায়, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন মাননীয় কামার হাটির বিধায়ক এবং ডাবলু বি এস টি সি ইউনিয়নের চেয়ারম্যান মাননীয় মদন মিত্র মহাশয়, সাথে চিত্রতারকা কনিনিকা ব্যানার্জি,ও রিমঝিম মিত্র উপস্থিতিতে এই সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা, এছাড়া উপস্থিত ছিলেন এ বি আই ডি সভাপতি অজিত জৈন মহাশয় সহ বিভিন্ন ডিরেক্টর , ডিজাইনার,এবং অন্যান্য অতিথিবৃন্দরা, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ দের প্রথমে ব্যাচ ও উত্তরীয় পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্মান জানালেন, এরপর একত্রিত ভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন প্রদর্শনীর, এই প্রদর্শনী চলবে ১২ ই মে থেকে ১৬ ই মে পর্যন্ত, প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। এই প্রদর্শনীতে থাকছে দেড়শ টিরও বেশি প্রদর্শক, চারটি হাঙ্গার জুড়ে বিস্তৃত এবং দু লক্ষ বর্গ ফুটেরও বেশি এলাকা জুড়ে রয়েছে এই প্রদর্শনীর আয়োজন, বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনাররা সুন্দর ভাবে তাদের ইন্টেরিয়র সামগ্রী সাজিয়ে স্টল গুলিকে সুন্দর করে তুলেছেন এবং দর্শকেরা শুভ সূচনার পরেই সেগুলি ঘুরে ঘুরে দেখছেন, প্রতিদিন প্রদর্শনীতে থাকছে কিছু না কিছু ইভেন্ট এবং আলোচনা সভা । দুই বছর করোনার জন্য এই প্রদর্শনী বন্ধ হয়ে গিয়েছিল ,এই বৎসর আবার নতুন করে চেষ্টা করলেন দর্শকদের জন্য প্রদর্শনীর আয়োজন । সেঞ্চুরি প্লাই এর ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় আগরওয়াল ,ডরসেট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব রাজেশ বানসাল, আর্কিটেক্ট প্রেমনাথ কনসান জেনারেল, উপস্থিতে এই বিশাল প্রদর্শনী শুরু হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।