নিজস্ব প্রতিনিধিঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল।
ফেরিটি বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে বলে দৈনিক অগ্রদূত কে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম খালিদ মাহমুদ।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।
তিনি জানান, ফেরিতে সাতটি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।
তিনি আরও জানান, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম রওনা হয়েছে। বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা এবং উর্দ্ধতন কর্মকর্তারা উদ্ধার কার্যক্রম জোরদার এবং তদারকি করতে রওনা দিয়েছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।