অগ্রদূত ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই রাজনৈতিক নেতা। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মায়ের নাম মির্জা ফাতেমা আমিন।
শিক্ষাজীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
স্ত্রী রাহাত আরা বেগম এবং দুই মেয়ে মির্জা শামারুহ ও মির্জা সাফারুহকে নিয়ে মির্জা ফখরুলের সংসার। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তান নিয়ে থাকেন। তিনি সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে ক্যানবেরার ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সাইন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডির স্যানি ডেল’ স্কুলে শিক্ষকতা করেন।
গত বছর জন্মদিনের এই দিনে ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে একটি বানোয়াট মামলায় বন্দি ছিলেন মির্জা ফখরুল। ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়। ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে আটক করে কারাগারে পাঠানো হয়। গত বছরের জন্মদিনে সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন স্ত্রী, সন্তান ও স্বজনরা।
তবে এ বছর চিত্র ভিন্ন। ছাত্র-জনতার প্রবল আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন মির্জা ফখরুল। জন্মদিন কাটাবেন পরিবারের সঙ্গে। বিশেষ এ দিন উপলক্ষে জ্যেষ্ঠ এই নেতাতে এরইমধ্যে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি এবং এসএম হল শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে শিক্ষাগত পেশায় যোগ দেন। তিনি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।
১৯৮৬ সালে সরকারি চাকুরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌর সভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হন। ছাত্র জীবনের বাম রাজনীতি থেকে মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতেখড়ি মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে। সেখান থেকেই তার বিএনপিতে আসা।
মির্জা ফখরুলের বিএনপির রাজনীতির শুরুটা একেবারে তৃণমূল থেকে। প্রথমে ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি দিয়ে। পরে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে মির্জা ফখরুল সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সাল থেকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন তিনি।
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আসার আগে মির্জা ফখরুল জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বেও ছিলেন দীর্ঘদিন।
ঠাকুরগাঁও আসনে বিএনপি থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল এবং এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে উপ প্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিবও ছিলেন।
২০১৮ সালে একাদশ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি শপথ না নেওয়ায় ওই আসনের উপ-নির্বাচনে বিএনপির জিএম সিরাজ নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল বা তার দলের কেউই নির্বাচনে যাননি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।