ডেস্ক রিপোর্টঃবিএনপি দেশের মানুষের ভোট চায়, ধর্মের নামে ভোট বিক্রি করতে চায় না—এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা মানুষের কষ্ট ও পরিশ্রম ছাড়া সরাসরি জান্নাতে পৌঁছানোর কথা বলে, তাদের কাছে ইহকাল বা দেশের বাস্তব সমস্যা বোঝার কোনো জায়গা নেই। বিএনপি জনগণের ভোট চায় এবং ভোটের বিনিময়ে জনগণের চাওয়াগুলো পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্ট করেন, ধর্মকে রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কোনো মানে নেই।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে ধর্মের ব্যবহার করছে। ভোটের জন্য রাজনীতির আড়ালে ‘জান্নাত বা বেহেশতের’ কথাবার্তা প্রচার করা হচ্ছে, যা জামায়াতে ইসলামের মতো কিছু দলের কৌশল হিসেবে দেখা যাচ্ছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।