শাহাদাত হোসেনঃ আসন্ন ২৮ নভেম্বর ২০২১ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুণরায় চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় বিগত পাঁচ বছরের উন্নয়ন চিত্র ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন নলতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: আজিজুর রহমান। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নলতা হাটখোলাস্ত করিম সুপার মার্কেটে তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় তিনি বিগত ৫ বছর নলতা ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন লিফলেট আকারে তার চিত্র তুলে ধরার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান। তিনি পুণরায় চেয়ারম্যান নির্বাচিত হলে কি কি কর্মপরিকল্পনা আছে সংবাদকর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- উন্নয়নের ধারা অব্যাহত রাখা, সমাজে শান্তি-শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারাবাহিকতা অব্যাহত রাখা, পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে প্রায় সকল সমস্যা নিরসনের আপ্রাণ চেষ্টা করে থানা বা কোর্টে যেয়ে মানুষের ভোগান্তির হাত থেকে বিরত রাখার চেষ্টা করা, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধ, যুব সমাজকে বিপথগামী হওয়ার হাত থেকে রক্ষার সাধ্যমত চেষ্টা করা, ব্যক্তিগতভাবে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী তথা ব্যক্তিদের মাঝে ভাতা প্রদানের ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করা, দারিদ্রতা বিমোচন সহ নির্বাচনকে কেন্দ্র করে পূর্বের ন্যায় সকল ধরনের বস্তুনিষ্ঠ তথ্য পত্রিকায় উপস্থাপন করে সমাজের মানুষকে সচেতন করার আহবান এবং সংবাদকর্মীদের মাধ্যমে ইউনিয়নবাসীর নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা কামনা করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুর রহমান। এসময় তিনি গনমাধ্যমকর্মীদের মাধ্যমে আসন্ন নির্বাচনে নলতা ইউনিয়নের ৯টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠ, প্রভাবমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।