মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
সারাদেশে চলমান এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাঘাত ঘটছে—এমন অভিযোগ তুলে দ্রুত সমস্যা সমাধানের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্নারকলিপি দিয়েছে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট।
রোববার (২৭ এপ্রিল)চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত,সৈকত কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ,ও চরজুবিলী রাব্বানীয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নুর উদ্দিন জাহেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহের অস্থিরতার কারণে সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক প্রভাব ফেলছে। এসএসসি পরীক্ষার্থীরা ইতোমধ্যে মানসিক চাপে রয়েছে, তার ওপর বিদ্যুৎ বিভ্রাট তাদের দুশ্চিন্তা আর ও বাড়ছে।
চিঠিতে দ্রুত ও কার্য্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়,শিক্ষার্থীদের ন্যায্য অধিকার হচ্ছে একটি সুষ্ঠু, নিরবিচ্ছিন্ন ও অনুকূল পরিবেশে পরীক্ষা প্রদান করা। অথচ বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেই অধিকার ক্ষুণ্ন হচ্ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চলতি এপ্রিল মাসে এসএসসি ও সমমান পরীক্ষায় সুবর্ণচর উপজেলার হাজারো শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের নির্বিঘ্নে প্রস্তুতির জন্য স্থায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে অভিভাবক ও এলাকাবাসী।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।