বিবেকানন্দ মিস্ত্রী
তোমার বৈভবে কাজ নেই আমার ।
ওগুলি যেন আমার কাছে নরক যন্ত্রণা।
আমার চাই এক চিলতে উঠোন।
যেখানে আমি একরাশ স্বপ্ন নিয়ে,
শান দেবো লাঙ্গলের ফলায়।
সারাদিন চাষের পরে সন্ধ্যায় ঘরে এসে
জ্যোৎস্নার আলো গায়ে মেখে,
ঘুমিয়ে পড়বো ।
স্বপ্ন দেখবো অঘ্রাণের নতুন ধানের।
গোলাভরা ধান রেখে
আবার শান তুলবো লাঙ্গলের ফলায়।
আগামী স্বপ্নের অঘ্রানের অপেক্ষা
করতে করতে উঠোনের শিউলি ফুলের
সুবাসে আড়াল করব নিজেকে ।
বাতাস এসে দিয়ে যাবে একরাশ স্বপ্ন।
তুমি উৎসুক নাই হতে পারো
আমার এসব কথায় ।
কিন্তু এই জীর্ণ কুটিরে অন্ধকারের মধ্যে
বাঁচতে বাঁচতে এই বিপুল ভুবনকে,
অলিন্দের মধ্যে টেনে আমি আনবোই।
অসম্পূর্ণতার ও একটি নৈপুণ্য আছে।
গোলাপ কাঁটার বিষাদ আরো
কঠিন করে তোলে ,
বীর বিক্রমে বেঁচে থাকার লড়াই কে,
তবুও এই ভাঙা হাঁটে
বসে থাকবো আমি একা।
তোমার বৈভব ফুলের সুবাস এর মতো
আগলে রেখো তুমি।
বেঁচে থাকার জন্য আমার চাই শুধু ,
মুক্ত এক চিলতে উঠোন
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।