বিবেকানন্দ মিস্ত্রী
কালির আঁচড় কাটতে কাটতে
জানিনা কখন ঘনিয়ে এলো অন্ধকার।
ফিরে পেলাম মায়ের সম্বিত
প্রদীপ আলোর উন্মেষে।
গোধূলির অন্ধকার কেটে গেল এক মুহূর্তে।
চোখের সামনে মায়ের মুখ
যেন জলাধারে পদ্মের সৌন্দর্য্য।
সোনা রোদের ঝিকিমিকি দেখাবো বলে
পুকুরের জলে ছুড়তাম ঢিল,
জলের তরঙ্গ হয়ে যেত নটরাজ
নৃত্য।
পাহাড়, নদী, সমুদ্র উন্মোচিত করতো আমার ভাবনা।
ঘুমের গভীরে স্বপ্ন মেহুলীর সেই নেশা আজও বিদ্যমান ।
সৌন্দর্য্য খুঁজেছি সারা জীবন
কখনো কুৎসিত, কখনো কদাকার।
চুরমার হয়েছে জীবনের অনেক হিসেব নিকেশ।
আর সৌন্দর্য প্রত্যাশার পথে
মৃত্যু ঘটছে মনের মুগ্ধতার।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।