শ্যামনগর প্রতিনিধিঃ খুলনাকে সড়ক ও জলপথে বিচ্ছিন্ন করে রাখা সত্ত্বেও শেষ পর্যন্ত শহরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে বহু মানুষের সমাগম হয়েছে।
খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠুর ও আব্দুর রাজ্জাক বাবলুর নেতৃত্বে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে খুলনার সমাবেশে যোগদান করেন।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে খুলনায় বিভাগিয় রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে বিশাল এক শোডাউনের মাধ্যমে আটুলিয়া ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন। এদিন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খুলনার বিভাগীয় সমাবেশ‘ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়।
যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাবেক সাধারণ আব্দুর রাজ্জাক বাবলু সাবেক নেতৃত্বে আটুলিয়া ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীরা পূর্বের নির্দেশনা অনুযায়ী খুলনা বিভাগীয় সমাবেশ সফল করেন ,
এই সময় উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রফেসর লিয়াকত আলী,আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল আমিন, যুগ্ম আহ্বায়ক হুসাইন মুহাম্মদ জনি, যুগ্ম আহ্বায়ক আল হেলাল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আবু রায়হান কবীর , মোঃ হাকিম হোসেন , মোঃ কেরামত হোসেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ মনিরুজ্জামান জুলেট , মোঃ আলী হোসেন গাজী, মোঃ মজিদ গাজী, প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা শিববাড়ি চত্বরে সকাল থেকেই উপস্থিত হতে থাকে। দুপুর হতেই পুরো এলাকায় মাথায় লাল টুপি পরে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে দলে দলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন খুলনার রাজপথ। পরে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।