শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃবিশ্ব বাংলা সাহিত্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৪ টায় শ্যামনগর সদরের সৌদিয়া হোটেলে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের শ্যামনগর উপজেলার সভাপতি সাংবাদিক আলহাজ্ব আবু কওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ রিক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, কেন্দ্রীয় সমন্ময়ক রিয়াল রোমেল। বক্তব্য রাখেন অধ্যাপক মুকুন্দ মন্ডল, নিশিকান্ত বন্দ্যোপধ্যায়, মাহবুব বুলবুল, আলহাজ্ব আলী সোহরাব, এম হাফিজুর রহমান শিমুল, জি এম গোলাম মোস্তফা, জি এম পারভেজ প্রমুখ। অতি গুরুত্বপুর্ণ প্রস্তুতি সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ এর উদ্যোগে আন্তর্জাতিক সুন্দরবন সাহিত্য সম্মেলন আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহের শুক্রবার ও শনিবার শ্যামনগর উপজেলার কলবাড়ি বরষা রিসোর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে।
সম্মেলন প্রস্তুতি সভায় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব আবু কওছার কে আহবায়ক ও সুকুমার দাশ বাচ্চুকে সদস্য সচিব করে মোট ১৩ সদস্যের আহায়ক কমিটি গঠন করা হয় । কমিটির সদস্যরা হলেন গাজী শাহাজান সিরাজ, মাহবুব বুলবুল, তপন কুমার পাল, হাফিজুর রহমান শিমুল, জি এম পারভেজ, সুপদ বিশ্বাস, দীপক কুমার মন্ডল, নুরে আলম।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।