রাবেয়া,উপকূল প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর পানখালী চুনা এলাকার ভেড়িবাঁধের বেহাল দশা
যেন দেখার কেহ নেই বৃস্হপতিবার সরেজমিনে দেখাযায় ঘূর্ণিঝড় ইয়াসের পর আজ পযর্ন্ত বুড়িগোয়ালিনী পানখালী চূনা এলাকার ভিড়িবাঁধে বেশ কিছু যায়গায় মাটি পড়েনাই। সামনে ভাদ্রমাসের বড় গনের আগে বাঁধে মাটি না দিলে আবার ও নদির নোনা পানিতে এলাকার সব ভাসিয়ে নিয়ে জাবে, বলে বলেন ১-২-৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য খাদিজা। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যে অনিতা এন্টারপ্রাইজ পানখালী চুনা এলাকার বেড়িবাঁধে কাজ করবে।
তবে এলাকাবাসী বলেন নদীর চরে সামাজিক বনায়ন বনায়ন কেটে মাটি কাটতে দেবো না ভেকু গাড়ি দিয়ে মাটি কাটলে বনায়ন সব নষ্ট হয়ে যাবে এলাকাবাসীর দাবি হাতে কোদাল মাটি কেটে বেড়িবাঁধটি বাধা হোক।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।