মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এর সুস্থতা কামনায় নোয়াখালী সুবর্ণচর উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (৮ফেব্রুয়ারী ) বাদ আসর চরবাটা খাসেরহাট জামে মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠন এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ জামাল উদ্দিন গাজীর সভাপতিত্বে
এতে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্নআহবায়ক জি এস আবদুর জাহের হারুন,উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন,সাধারণ সম্পাদক আবদুল মালেক,চরজুবিলী ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক আবুল কাশেম,চরবাটা ইউনিয়ন বিএনপি সভাপতি অলি উল্যা সদাগর,উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক নুরুল হুদা ।
আরোও উপস্থিত ছিলেন জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। দোয়া মোনাজাতে খালেদা জিয়া, তারেক রহমান, আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান ও গণতান্ত্রিক আন্দোলনে আহত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নোয়াখালী কেরামতিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ডঃ আমিন উল্যা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।