আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা প্রতিনিধিঃ
পলাশবাড়ীতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে ভস্মীভূত ২০লাখ টাকার ক্ষতিসাধন। দিশেহারা পরিবারটি খোলা আকাশের নীচে।
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কালুগাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়ে
প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। দিশাহারা পরিবারটি সব হারিয়ে এখন খোলা আকাশের
নিচে মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়,২৮শে অক্টোবর সোমবার ভোররাতে বাড়ির একটি লাকড়ি (খড়ি)'র ঘর
থেকে অজ্ঞাতবশতঃ আকস্মিক আগুনের সুত্রপাত ঘটে। ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে মাসুদ
রানা পরিবারটি অন্যান্য দিনের ন্যায় এদিন রোববার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এদিকে শয়ন
ঘরের পাশেই একটি খড়ির ঘরে আগুন লাগে।
স্বল্প সময়ের ব্যবধানে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা গোটা বসতবাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে।
বেপরোয়া আগুনের তীব্র তাপ আঁচ করতে পেয়ে বিচলিত মাসুদ রানা তার পরিবারসহ মালামাল
রক্ষায় হয়ে পড়েন কিংকর্তব্যবিমূঢ়।ঘটনার আকস্মিকতায় ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার এসময় বিস্ফোরণ ঘটে দাউ-দাউ আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। তার আত্মচিৎকারে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসটীম প্রথমতঃ কালুগাড়ী গ্রামের স্থলে ভুলবশত শহরের কালীবাড়ি বাজারের দিকে চলো যায়। পরবর্তিতে সেখান থেকে
দ্রুত যাবার পথে রাস্তা সংকুচিত হওয়ায় সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছতে চরম বাধাপ্রাপ্ত হন।
সব মিলিয়ে অপ্রত্যাশিত বিলম্বের কারণে ততক্ষণে গোটা বাড়ির পৃথক ৮ টি শয়নঘর,নগদ অর্থ,চাল-ডাল, খাদ্যসামগ্রী,স্বর্ণালঙ্কার,নতুন-
পরিধেয় কাপড়,পোষাক-পরিচ্ছদ ও আসবাবপত্র,জমির দলিলপত্র পুড়ে ভস্মীভূত হয়।
সারাজীবনের অর্জিত সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পাগলপ্রায় মাসুদ তার পরিবারের ভবিষ্যত চিন্তায় হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন।চরম আর্তনাদে বুক চাপরাতে চাপরাতে বিপর্যস্ত মাসুদ রানা
বিমর্ষ ও দিশাহারা হয়ে পড়েন। তিনি বলেন,এখন আমাদের পড়নের কাপড় নেই-পেটে খাবার নেই।
মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষে এলাকার সর্বস্তরের সচেতন মহল পথে বসা হতাশাগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দানে রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলা- উপজেলা প্রশাসন ছাড়াও দয়াবান-দানশীল ও পরোপকারী
ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন।।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।