ভাইফোঁটা এই শুভ লগন,
এক বছর পরে এল যখন।
উলু ধ্বনি আর শঙ্খ ধ্বনি,
চারিদিকে শুধু কলকলানি।
যম দুয়ারে ফেলতে কাঁটা,
ভগিনী ভাইয়ে দিচ্ছে ফোঁটা।
সবাই নতুন বস্ত্র পরিধানে,
উচ্ছাস বহে হৃদয় মনে।
বোন ভাইয়ের জন্য আশীষ চায়,
তুলসী দূর্বা দিয়ে মাথায়।
ললাটে আঁকে চন্দনের টিপ,
তণ্ডুল ছড়ায় জ্বালায় প্রদীপ।
পায়েস মিষ্টি থালায় সাজায়,
আদর করে ভাইয়ে খাওয়ায়।
ভাই বোনের এই প্রীতির বাঁধন,
কভু আলগা না হয় এলে মরণ।
ভাই বোনের এই মধুময় ক্ষণ,
বেঁচে থাকে যেন সারাটা জীবন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।