মুরাদ হোসেন
আমি ভালবাসি গোলাপের কলিকে
ফুটান্ত গোলাপকে নয়
আমি ভালবাসি দিগন্তের পথিককে
পথ পানে বসে থাকা ব্যক্তিকে নয়।
আমি ভালবাসি গগনের মুক্ত বিহঙ্গকে
খাঁচার ভিতর বদ্ধ পাখিকে নয়,
আমি ভালবাসি খেটে খাওয়া শ্রমজীবীদের
ঘরের কোণে বসে থাকা অলসদের নয়।
আমি ভালবাসি প্রতিবাদ কারি যুবকদের
ক্যাম্পাসে বসে আড্ডায় মগ্নদের নয়
আমি ভালবাসি প্রতিবাদি মজলুমদের
সুখে থাকা ব্যক্তিদের নয়।
আমি ভালবাসি প্রতিশ্রুতি পূর্ণ ভাষণকে
কোন ক্ষমতাধর রাজনিতিবিদকে নয়
আমি ভালবাসি স্নেহময়ী মাকে
কোন লালসায় সিক্ত নারীকে নয়।
আপনিও লিখতে পারেন দৈনিক অগ্রদূতের সাহিত্য পাতায়। ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা dailyagradoot@gmail.com ।সাথে ছবি দিতে ভুলবেন না যেন।
যোগাযোগঃ 01307100048।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।