এম কামরুজ্জামান,শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মনসুর সর্দার গ্যারেজ বাজার সংলগ্ন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ৮টায় গ্যারেজ বন্ধু মহলের আয়োজনে বিশিষ্ট সমাজসেবক এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আশেক এলাহী(মুন্না)।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য,উপজেলা মহিলা দলের সভানেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন (ঝর্ণা)। শ্যামনগর পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু এলাহী,সদস্য আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম (আবু) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সুন্দরবন প্রেসক্লাবে বেলাল হোসেন প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সদস্য এস এম মিজানুর রহমান, সুন্দরবন প্রেস ক্লাব সহ-সভাপতি পীযূষ বাউলিয়া, সাংবাদিক সাহেব আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,বন্ধু মহলের সকল পর্যায়ের সদস্য নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মোরসালিন বাপ্পি,ফরিদ হোসেন,সোহেল।
প্রধান অতিথিত তার বক্তব্য বলেন, দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষ বিনোদন থেকে বঞ্চিত ছিল। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর পর থেকে সারা দেশের মানুষ বিনোদনমূল অনুষ্ঠান,ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল করতে পারছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।