নিজস্ব প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস উপলক্ষ্যে নকিপুর হরিমন্দির মাঠ প্রাঙ্গণে শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রান্তের ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত এই কর্মসূচি শীতার্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হয়েছে।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন নাগরিক উদ্যোগ এবং আর্থিক সহযোগিতা করেন আন্তর্জাতিক সংস্থা ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটি (এফজেএস), নিউইয়র্ক। তারা এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করে শীতবস্ত্র বিতরণকে আরও কার্যকর ও সফল করেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী জনাব মাছুরা খাতুন। শীতবস্ত্র বিতরণে তার সঙ্গে অংশগ্রহণ করেন সংস্থার কোষাধ্যক্ষ জনাব তুলসী রাণী মন্ডল এবং নির্বাহী পরিচালক জনাব অষ্টমী মালো। তারা বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে শীতকালীন সময় অনেক কষ্টের হতে পারে। তাদের জন্য আমাদের এই উদ্যোগ সামান্য হলেও স্বস্তি এনে দেবে।"
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআরআরএ এর শ্যামনগর প্রকল্প সমন্বয়কারী জনাব জি.এম নুরনবি হাসান। তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "শীতার্ত প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও এই পথে উৎসাহিত করে।"
প্রতিবন্ধী ব্যক্তিরা শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন সুবিধাভোগী বলেন, "আমরা শীতকালে অনেক কষ্ট পাই। এই কম্বল আমাদের অনেক সাহায্য করবে। যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।"
অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবীরা শীতবস্ত্র বিতরণে সক্রিয় ভূমিকা পালন করেন। শীতবস্ত্র গ্রহণকারীদের নাম তালিকাভুক্তকরণ, তাদের মাঝে সুশৃঙ্খলভাবে বিতরণ, এবং তাদের সাথে একাত্ম হয়ে এই উদ্যোগ সফল করতে তারা আন্তরিকভাবে কাজ করেন।
বক্তারা আরও বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এ ধরনের উদ্যোগ প্রয়োজন। এটি কেবল তাৎক্ষণিক সাহায্য নয়, বরং তাদের জীবনে আশা ও ভালোবাসার বার্তা পৌঁছে দেয়।"
অনুষ্ঠানের শেষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব অষ্টমী মালো বলেন, "আমাদের সংস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।"
শীতবস্ত্র বিতরণের এই আয়োজন স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে। এ ধরনের মানবিক উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, "সমাজের সব স্তরের মানুষকে এ ধরনের কাজে অংশ নিতে হবে, যাতে সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা যায়।"
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।