মাগুরায় নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছে এবং তার উন্নত চিকিৎসা চলছে। গত ৮ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংকটাপন্ন অবস্থায় তাকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শিশুটিকে প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিএমএইচ-এ ভর্তির সময় শিশুটি সম্পূর্ণ অচেতন ছিল এবং তার গলায় গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার রক্তচাপ ছিল ১২০/৭০ মিঃমিঃ (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট এবং অক্সিজেনের মাত্রা ৯৬%।
শিশুটির সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচ কর্তৃপক্ষ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের সুপারিশে শিশুটির সিটি স্ক্যান, ইউএসজি, এক্স-রে এবং রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিউমোথ্রক্স, এআরডিএস এবং ডিফিউজ সেরিব্রাল এডিমা ধরা পড়ে।
উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি নির্যাতনের শিকার হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।