মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের অসুস্থতার ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে দৈনিক মানবকন্ঠ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান জেলা প্রতিনিধি থেকে পদত্যাগ করেছেন।
সোমবার ২৪ নভেম্বর রাত দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক খুদেবার্তায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
মানবকন্ঠ পত্রিকায় প্রকাশিত এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশের পর নোয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। পরে প্রতিবাদের বিষয়ে মানবকন্ঠ কর্তৃপক্ষ অবগত হলে তারা নিউজ লিংকটি সরিয়ে নেয় এবং এই অনাকাঙ্ক্ষিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য মানবকণ্ঠ তার পাঠকের কাছে ও দুঃখ প্রকাশ করে।
উল্লেখ্য ২৪ নভেম্বর দৈনিক মানবকণ্ঠ অনলাইন ভার্সনে "অসুস্থ শাহজাহানকে নিয়ে নোয়াখালী বিএনপির অস্বস্তি, প্রার্থী পরিবর্তনের দাবি" এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান। তিনি প্রতিবেদককে বলেন, কোন দায়িত্বশীল গণমাধ্যম এমনটি করতে পারেনা। এবং করা উচিত ও নয়। কোন সংবাদ প্রকাশের আগে বস্তুনিষ্ঠতা যাচাইয়ে আরো দায়িত্বশীল হওয়া উচিত। যে বা যারা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যেহেতু কর্তৃপক্ষ ভুল স্বীকার করে তা সরিয়ে নিয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে তাই আমার আর কোন অভিযোগ নেই।
এদিকে মানব কন্ঠের নোয়াখালী জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান বলেন, কোন নিউজ করার আগে সেই নিউজ যে অঞ্চলের সেই অঞ্চলের প্রতিনিধির সাথে অবশ্যই কথা বলতে হবে। কিন্তু আমাদের মানবকন্ঠ পত্রিকা অফিস তা করেনি। নির্বাচনী মুহূর্তে এমন একটি সেনসিটিভ মিথ্যা নিউজ করার আগে তারা আমার সাথে কোন যোগাযোগ করেনি। এমন বিতর্কিত ভিত্তিহীন নিউজ প্রকাশের কারণে স্থানীয়ভাবে অনেকে ভেবেছেন নিউজটি আমি করেছি। যা আমার আত্মসম্মানে আঘাত হেনেছে, যে কারণে আমি এমন পত্রিকা হাউস থেকে পদত্যাগ করলাম।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।