মোঃ রাজিব হোসেন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আলিম শিবালয় উপজেলার দক্ষিণখানপুর গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানা গেছে, ২০১৬ সালের ২ নভেম্বর রাতে কাজ শেষ করে মাচাইন বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিল্লাল। পথে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পারভেজ, আলিমসহ আরো কয়েকজন। হত্যার পর বিল্লালের মরদেহ ইছামতি নদীতে ফেলে দেয় তারা। এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন।
পরে হরিরামপুর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আশিষ কুমার স্যানাল মামলার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ৮ বছর পর এ রায় ঘোষণা করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।