মোঃ রাজিব হোসেন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে প্রায় ২০০ বছরের পুরনো জনপথ দখল করে সীমানা দেয়াল তোলার অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। রাস্তা দখলের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ১৫০টি গ্রামের মানুষের। এ ঘটনায় চরম ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
ইতিহাস সাক্ষী, তেরশ্রী স্মৃতিস্তম্ভ থেকে বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার বাড়ি হয়ে বিস্তৃত এই সড়ক স্থানীয় জনপদের প্রাচীন চলাচল পথ। সরকারি রেকর্ডেও এটির সরকারি মালিকানা নিশ্চিত। কিন্তু সেই ইতিহাস আজ যেন হারানোর পথে।
স্থানীয় সূত্র জানায়, পয়লা ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার পিতা রেজাউল কাজী সম্প্রতি বিজয় শীল নামে সংখ্যালঘু এক ব্যক্তির পুরনো বসতভিটা কিনে রাস্তার অংশ দখল করে দেয়াল নির্মাণ শুরু করেন। এতে শত শত মানুষের দৈনন্দিন চলাচলে দুর্ভোগ নেমে এসেছে। একই সঙ্গে এলাকাবাসী অভিযোগ তুলেছে, পাশের কাটাখালী খালের অংশবিশেষ দখলেরও চেষ্টা চলছে।
এলাকাবাসীর অভিযোগ, বিজয় শীল দীর্ঘদিন আগে ভয়ভীতি ও চাপে এলাকা ছাড়তে বাধ্য হন। সেই সুযোগে সৃষ্টি হয় নতুন সংকট। রাস্তায় দেয়াল ওঠানোয় সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরণের মুখে।
এ নিয়ে মো. মামুন মিয়া নামে একজন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে দ্রুত রাস্তা পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানানো হয়েছে।
অভিযুক্ত রেজাউল কাজীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।