সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন মাহে রমজান মাস উপলক্ষ্যে ইফতার, তারাবীহ নামাজ ও সেহেরীর সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এনওসিএস সিদ্ধিরগঞ্জ, ডিপিডিসি চিটাগাংরোড অফিসে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহক সেবা সংক্রান্ত গনশুনানী ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারীরা মাহে রজমান মাসে যেন বিদ্যুৎ সবমসয় থাকে সে বিষয় গুলো সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমানের কাছে তুলে ধরেন। এসময় নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মসজিদ কমিটির লোকজনদের রমজান মাসে যেন কোন ধরনের বিদ্যুৎ এর সমস্যা না হয় সে বিষয়ে আশ্বাস দেন। মসজিদের জন্য ডুয়েল সোর্স দুই ফিডার থেকে সংযোগ যদি লাগে তাহলে তারা সেটারও ব্যবস্থা করে দিবেন বলে জানান মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বলেন, মসজিদ মাদ্রাসার যদি বিদ্যুৎ এর কোন ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তাদেরকে অবগত করলে তারা দ্রুত তা সমাধান করে দিবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাবে জান্নাত নয়াপাড়া জামে মসজিদ এর পক্ষে মাও: মো: ইব্রাহীম, উত্তর আজিবপুর শাহী জামে মসজিদ এর মো: জসীম উদ্দিন, বাইতুর রহমান জামে মসজিদের (আটিওয়াবদা) হাজী মোতালিব, আলামিন নগর বাইতুন নাজাত জামে মসজিদের মুফতি জহিরুল ইসলাম,সিদ্ধিরগঞ্জ আজিবপুর কেন্দ্রীয় জামে মসজিদের আ: আল-আমিনসহ আরো বিভিন্ন মসজিদের কর্মকর্তাগন এবং ডিপিডিসির সকল কর্মকর্তারা ছিলেন। বিভিন্ন ভাবে জানা যায়, মোস্তাফিজুর রহমান সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যুৎ এর সেবার মান অনেক বেড়েছে। দালালদের দৌরত্ন কমেছে এবং কোন গ্রাহক যদি অকারনে হয়রানির শিকার হয় তাহলে হয়রানি করা কর্মকর্তাদের ছাড় দিচ্ছেন না মোস্তাফিজুর রহমান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।