পীযূষ বাউলিয়া পিন্টু।।জনশুমারিতে তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন । জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১১ জুন সকাল ১০ টা থেকে প্রশিক্ষণ কর্মশালা দ্বিতীয় সেশন এ মগ টেষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ জুন থেকে ২১ জুন ২০২২ পর্যন্ত জনশুমারি তে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দুই দিনের প্রশিক্ষণ শেষে তৃতীয় দিনে ফিল প্রস্তুতিপর্বে মক টেস্ট করা হয়েছে। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জোনাল অফিসার বিনয় কুমার বৈরাগী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রশিক্ষণ নির্দেশিকায় ৯ জুন থেকে ১২ জুন চলমান কর্মশালায় প্রধান উদ্দেশ্য; দেশের প্রতিটি খানা ও খানার সদস্যগণকে গণনা করে দেশের মোট জনসংখ্যার হিসাব নিরূপণ; দেশের সকল বসতঘর বাসগৃহের সংখ্যা নিরূপণ; দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে তথ্য সংগ্রহ ; স্থানীয় ও জাতীয় নির্বাচনে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য তথ্য সরবরাহ; এবং জাতীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা লক্ষ্যে তথ্য সরবরাহ। প্রশিক্ষণের সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জোনাল অফিসার জোন -০৪ মুন্সীগঞ্জ বিনয় কৃষ্ণ বৈরাগী, প্রস্তুতিপর্বে মকটেস্ট আলোচনায় সকলের মতামত যাচাই করেন সুপারভাইজার পীযূষ বাউলিয়া পিন্টু । মগ টেষ্ট প্রথমে অংশগ্রহণ করেন খানার মালিক এর ভূমিকায় রাধা রানী গায়েন,মিনাক্ষী মন্ডল, গননাকারী শিরীন আক্তার, মোঃ:মনিরুজ্জামান অংশ গ্রহণ করেন। শিক্ষণ পর্যায়ে সমগ্র প্রশিক্ষণার্থীদের মধ্যে মকটেস্ট আলোচনাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।