লায়লা মোংলা(বাগেরহাট):
মোংলায় নিজেকে নবী দাবী করে বিভ্রান্তি সৃষ্টি করা একটি ভিডিও ভাইরাল হলে রাসেল ঢালী (৩০) নামে এক যুবককে আটক করে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে মোংলা থানা পুলিশ তাকে আটক করে।
মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করছেন। আটককৃত রাসেল ঢালী উপজেলার সুন্দরবন ইউনিয়নের কামরুল ঢালীর ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের রাসেল ঠালী নামে একজন নিজেকে নবী দাবী করা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা আমারা দেখতে পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।