ডেস্ক রিপোর্টঃ যশোর লেবুতলায় বাসের ধাক্কায় ৭ জন নিহতের ঘটনায় বাসচালক মিজানুর রহমান মিজা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় শ্রমিক নেতাদের মাধ্যমে তিনি আত্মসমর্পণ করেন। তার দাবি করেন, তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন না। ইজিবাইকচালক হঠাৎ তার বাসের সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানিয়েছেন, চালক মিজানকে দুর্ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে এবং আগামীকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আটক মিজানুর রহমান মিজা যশোরের বাঘারপাড়া উপজেলার সীমাখালি এলাকার বাসিন্দা। উল্লেখ্য, যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের হেলাল মুন্সির মেয়ে খাদিজার চিকিৎসার জন্য গতকাল শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন তার স্ত্রী ও তিন সন্তান- খাদিজা, হাসান, হোসেন, শাশুড়ি মাহিমা, খালা শাশুড়ি রাহিমা ও তার মেয়ে জেবা। ইজিবাইকযোগে যশোরে যাবার পথে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি রয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় ইজিবাইকটিকে সামনা সামনি ধাক্কা দেয় এবং ঠেলে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল চালককেও ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক মুসা, একই পরিবারের ৫ জনসহ মোট ৭ জন মারা যান। এছাড়া আরো তিনজন আহত হন। যারা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় নিহত হাসান-হোসেনের নানা ছোটন মুন্সি বাদী হয়ে অজ্ঞাতনামা বাসচালক ও হেলপারের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা করেছেন। পুলিশ ঘাতক চালককে আটকের জন্য অভিযান শুরু করে। একই সাথে শ্রমিক নেতাদের এ বিষয়ে সহযোগিতার জন্য আহবান জানানো হয়। এরপর শ্রমিক নেতারা আজ সন্ধ্যায় বাসচালক মিজানুর রহমান মিজাকে থানায় নিয়ে আসেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।