উৎপল ঘোষ,যশোর প্রতিনিধি :যশোর অভয়নগর থেকে ২মার্চ উদ্ধার হওয়া ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার রাশেদ উদ্দিন (২৫) হত্যাকাণ্ডের সাথে জড়িত মোট চার জনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা ডিবি পুলিশ ও র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে চারজনকে আটক করতে সক্ষম হয়। র্যাব সদস্যরা ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে। ইজিবাইক ছিনতাই করে নেয়ার জন্য রাশেদকে হত্যা করা হয় বলে আটক তিনজন আদালতে স্বীকার করেছে।
পিবিআই এর হাতে আটক হয়েছে, বাঘারপাড়া উপজেলার বারভাগ গ্রামের মৃত নিজাম উদ্দিন মোল্লার ছেলে মেহেদী হাসান মিলন (২৩) তার স্ত্রী ঝিকরগাছার পারবাজার এলাকার মজিবর রহমানের ছেলে জান্নাত আক্তার আয়েশা (২২)। র্যাবের হাতে আটক হয়েছে মাগুরার শালিখা উপজেলার একিন মোল্লার ছেলে বেল্লাল হোসেন (৪২) এবং ডিবি পুলিশের হাতে আটক হয়েছে অভয়নগর উপজেলার কোটা গ্রামের কলিম বিশ্বাসের ছেলে রিমন বিশ্বাস বাবু (২৩)।
পিবিআই সুত্র থেকে জানা যায়,আসামিরা দীর্ঘদিন সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।গত ২ মার্চ আসামি রিমন বিশ্বাস নিহত কৌশলে রাশেদের ইজিবাইকটি ভাড়া করে দেয় মেহেদী হাসান মিলনকে।২ মার্চ বিকেলে মিলন ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে প্রথম জেলার মনিরামপুর উপজেলার ঝাঁপা বাঁওড়ে ভাসমান ব্রীজ দেখতে যায়।সেখানে পরিকল্পনা থাকলেও ব্যর্থ হয়ে অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের উলুর বটতলা নামক স্থানে পৌঁছানো মাত্রই হঠাৎ মিলন তার কোমরের বেল্ট খুলে গলায় পেচিয়ে ধরে ফাঁস দেয় আর আয়েশা দুই পা জোরে চেপে ধরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঐ এলাকার আজিজুর রহমানের মাছের ঘেরে ফেলে রেখে দিয়ে ইজিবাইক নিয়ে রাজার হাটে উদ্দেশে যাত্রা করে।সেখানে গিয়ে মিলন তার বন্ধুর নিকট বিক্রি করে দেয়।পরে তারা ঝিকরগাছা ভাড়া বাড়িতে চলে যায়।
পিবিআইসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ছায়া তদন্ত করে সমপৃক্ততা পাওয়ার পর গত শনিবার প্রায় একটার দিকেআয়েশাকে ভাড়া বাড়ি থেকে ও মিলনকে মুড়লী মোড় থেকে গ্রেফতার করে পিবিআই।
ডিবি পুলিশ গতকাল রাত প্রায় ১১ টার সময় রিমন বিশ্বাস বাবুকে বসুন্দিয়া এলাকা থেকে আটক করে। আটক তিনজন আদালতেহত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।