নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মামলায় গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাঁকে গজঘন্টা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
থানা–পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই গঙ্গাচড়া উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গত নভেম্বরে গঙ্গাচড়া মডেল থানায় উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাবু গঙ্গাচড়া থানায় একটি মামলা করেন। লিয়াকত আলী এই মামলার এজাহারভুক্ত আসামি।
ওই মামলায় গঙ্গাচড়ার সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান (রাঙ্গা), সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান (বাবলু), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুল আমিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪০ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ২৫০-২৬০ জনকে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান বলেন, গজঘণ্টা ইউপির চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রংপুর কোতোয়ালি থানায় আরেকটি হত্যা মামলা আছে।
এর আগে ৮ ডিসেম্বর ওই মামলায় গঙ্গাচড়ার মর্নেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিরা পলাতক আছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।