মোঃ সাকিব চৌধুরী,রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর সিটি কর্পোরেশনের (রসিক’র) মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। বুধবার (১০ নভেম্বর) দুপুর আড়াই টায় নগর ভবনে আসেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। পরে নগর ভবনের সভা কক্ষে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টিকে ফুলেল শুভেচ্ছা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ রাশেদুল হক, প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু ও মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগমসহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সৌজন্য স্বাক্ষাতকালে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গলীর রংপুর সফর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গলীর রংপুর সফরকালে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে মতবিনিময়, সিঙ্গারা হাউজ ও রংপুর কেরামতিয়া জামে মসজিদসহ বেশ কয়েকটি স্থান পরিদর্শনের কথা রয়েছে বলে জানান ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাতের পূর্বে নগরীর সিঙ্গারা হাউজ পরিদর্শণ করেন। পরে তিনি রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শণ করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।