নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র হস্তান্তর করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির সদস্য ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, আলেম সম্প্রদায়ের আশরাফ আলী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি পলাশ শাহা, ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধি এবং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নেয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা চত্বরে মনোনয়ন পত্র জমা উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের সাথে একাত্মতা ঘোষণা করে উপস্থিত ছিলেন এই আসেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম বিলাত, সহ বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক জনতা । মনোনয়ন দাখিলের এই দিনে তৃণমূল বিএনপি'র নেতাকর্মী উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে চারপাশ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের আবু সাঈদ চাঁদ বলেন, "জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। বিগত আওয়ামী লীগ আমনে মানুষ ভোটাধিকার হারিয়েছে, তারা প্রিয় প্রার্থীকে ভোট দিতে পারেনি আমরা জনগণের সেই মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। আল্লাহ্ সহায় থাকলে আমি এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। "এ সময় তিনি নির্বাচনী লড়াইয়ে চারঘাট-বাঘা বাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য যে, দীর্ঘদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু সাঈদ চাঁদ ধানের শীষ প্রতীকের প্রার্থী পাওয়ায় চারঘাট-বাঘা উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। একসাথে এ আসনে ৫ জন বিএনপি নেতা মনোনয়ন পত্র উত্তলন করলেও দলের সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে আবু সাঈদ চাঁদ কে সমর্থন দিচ্ছেন অনেকেই।
মনোনয়ন দাখিলের পূর্বে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঐতিহাসিক বাঘা শাহী মসজিদের মাজার শরিফ জিয়ারত করেন, পরে তার সঙ্গে ৫ জন প্রতিনিধি নিয়েয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।