লায়লা সুলতানাঃ রামপালে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওসি (তদন্ত) মোতালেব হোসেনড়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক খালিদ হাসান নোমান, আলমগীর হোসেন, জেসমিন শিকদার প্রমুখ।
আলোচনায় ফ্যাসিস্টদের বিরুদ্ধ সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়াও উপজেলায় মাদক নির্মূল, বাল্য বিবাহ রোধ, ইভটিজিং, খাল দখল, বাজার মনিটরিং, কশাইদের মাংশ বিক্রয়ের উপর নজরদারী বৃদ্ধি এবং এডিস মশার লার্ভা যাতে বৃদ্ধি হতে না পারে এ জন্য ডোবা নালা পরিষ্কার রাখার উপর জোর দেয়া হয়। সভার শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পালকে ধন্যবাদ জ্ঞাপন করে ওটি চালু রাখার আহবান জানান আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।