রামপাল (বাগেরহাট) লায়লাঃ সুলতানা রামপালের বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা মাঠে বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। উঠান বৈঠকে তিনি বলেন, রামপাল, মোংলা ও ফকিরহাট এলাকার মানুষের মধ্যে অর্ধেক নারী। নারীদের বাদ রেখে সমাজের উন্নয়ন সম্ভব না। নারীদের স্বাবলম্বী করতে পারলে এবং তাদের জীবনমানের উন্নয়ন করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নারীদের সাথে নিয়ে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়তে হবে। যাতে করে সুখি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া সম্ভব হয়। এ জন্য তিনি উপস্থিত মা ও বোনদের সহযোগীতা কামনা করেন। উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। এ সময় রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।