লায়লা সুলতানা,নিজস্ব প্রতিনিধিঃ রামপালে নেতৃত্ব-এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) উপজেলা বিআরডিবি মিলনায়তনে নাগরিক প্রকল্প'র আওতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম. এ সবুর রানা সভাপতিত্বে দিনব্যাপী ওরিয়েন্টেশন সেশনে প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী আহাদ উদ্দিন হায়দার লিডারশীপ কি, নেতৃত্ব কি, নেতৃত্বের মৌলিক বিষয়, বৈচিত্র্যতা, সিদ্ধান্ত কি, দ্বন্দ্ব কি, দ্বন্দ্ব নিরাসনে নেতার ভূমিকা এবং এ্যাডভোকেসি বা অধিপরামর্শ এর প্রকারভেদসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিন দলগত উপস্থাপনা, পরিকল্পনা প্রণয়ন, বিধবা ও নিগৃহীত নারীদের ভাতা সংক্রান্ত প্রতিবেদন তৈরি ও একশত জন ভাতাভোগীর ডাটা সংগ্রহের বিষয়ে নাগরিক ফোরামের সদস্যদের পরামর্শ প্রদান করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন, রামপাল সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ফোরামের সাধারণ সম্পাদক এ্যাঞ্জেল মৃধা, মোজাফফর হোসেন, মোতাহার মল্লিক, সুজন মজুমদার কবির আকবর পিন্টু, মো. মেহেদী হাসান, লায়লা সুলতানা, মারুদা খাতুন প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।