লায়লা সুলতানাঃ'সবার জন্য স্বাস্থ্য' নিশ্চিতকরণে পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে রামপালের বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী চিকিৎসকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপালে-মোংলা ও ফকিরহাট আসনের এমপি পদের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ আলোচনা সভা করেন।
সভায় বক্তারা বলেন, দেশের সর্বত্র সমানভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে গ্রামাঞ্চলে কর্মরত পল্লী চিকিৎসকদের আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। তারা জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করেন বলেই প্রাথমিক চিকিৎসা, রোগীকে সঠিক সময়ে সঠিক পরামর্শ দেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষায়িত চিকিৎসকের কাছে পাঠানোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার প্রথম সারির যোদ্ধা হলেন পল্লী চিকিৎসকরা। তাদের প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা জ্ঞান এবং নৈতিক দায়িত্ববোধ আরও জোরদার করতে নিয়মিত কর্মশালা ও তদারকির ব্যবস্থা করা প্রয়োজন। পল্লী চিকিৎসকদের দক্ষতা বাড়লে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজ হবে এবং সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় পল্লী চিকিৎসক ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসচেতন নাগরিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা গ্রামীণ চিকিৎসা ব্যাবস্থাকে আরও উন্নত ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভা শেষে পল্লী চিকিৎসকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার দেড় শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
পল্লী চিকিৎসক সমিতির সভাপতি চিকিৎসক এম, এ কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সমিতির সহসভাপতি লুৎফর রহমান, আ. মাজেদ, নাসিম বিল্লাহ, কামাল হোসেন প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।