লায়লা সুলতানাঃ রামপালে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ০২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, মুক্তিযোদ্ধা হেকমত আলী, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার, রামপাল থানার এসআই উত্তম কুমার, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। সভায় দিবসটি পালনে সকলের সহযোগীতা কামনা করে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।