লায়লা সুলতানাঃ “জীবনব্যাপী ডায়াবেটিস" প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আগত ডায়াবেটিস রোগীদের সাথে জনসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. স্বাগত দেবনাথ, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি সুজন মজুমদার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার কমলেশ রায়, প্রোগ্রাম অফিসার বাসুদেব কুমার নন্দী, কর্মসূচি সংগঠক মো: খোকন শেখ, মাঠ সংগঠক জয়ন্ত কুমার সরকার, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার তন্ময় সাহাসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, জীবন সুন্দর ও সুস্থ রাখতে পুষ্টিকর খাবার খেতে হবে। নিয়মিত শারীরিক চর্চা ও তেলজাতিয় খাবার পরিহার করা। ডায়াবেটিস মুলত শরীরের নিরব ঘাতক। তাই সবাইকে এই নিরব ঘাতক ডায়াবেটিস রোগ হওয়ার আগে সচেতনসহ নিয়মিত চিকিৎসা সেবা নিতে হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।