লায়লা সুলতানাঃ রামপাল উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস্য কর্মকর্তা বিনয় কুমার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, ওসি (তদন্ত) গোপাল কুমার, পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. কামাল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।সভায় সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।