রামপাল (বাগেরহাট)লায়লা সুলতানা রামপালেঃ বিএনপি -জামায়াত নেতাদের বিরুদ্ধে কতিপয় ব্যাক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে নেতৃবৃন্দ। রবিবার (১৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলার গৌরম্ভা সরকারী রাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন গৌরম্ভা ইউনিয় বিএনপির সিনিয়র সহসভাপতি মুজিবর রহমান জোয়ার্দার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সরদার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহাফুজ আকুঞ্জী, ইউনিয় জামায়াতের অফিস সেক্রেটারি আবু মুসা আকুঞ্জী প্রমুখ। বক্তারা বলে সরকারিভাবে দুস্তদের ভিজিডির ১০ কেজি চালের কার্ড বিতরণে যে অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্যি নয়। ২ নং ওয়ার্ড সদস্য জামায়াত নেতা মুসা আকুঞ্জী বলেন, সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমি কার্ড বিতরণ করেছি। কোন অনিয়ম হয়নি। কিছু লোক সুনাম নষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। ঘাপ্টি মেরে থাকা আওয়ামী লীগের দোসর আমীরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরফা মন গড়া ও শালীনতা বিবর্জিত পোষ্ট দেয়। এটার বিষয়ে আমরা আইনি ব্যাবস্থা গ্রহন করবো।
আমিরুল ইসলামের ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে ও তার ফোন নম্বরে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গৌরম্ভা ইউপি'র দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শরীফুল ইসলাম জানান, আমরা যাচাই বাছাই করেই প্রকৃত দুস্তদের কার্ড দিয়েছি। কোন প্রকার অনিয়ম করা হয়। সমাবেশে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।