দীনেশ বিশ্বাস
তোমাকে আমি রোজ দেখি রূপাঞ্জনা
তোমাকে আমি অনুভব করি রূপাঞ্জনা।
যখন মুক্ত আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ
আলপনা এঁকে দেয় পরন্ত বিকেলের রক্তিম সূর্যটা
তোমার অবয়ব ভেসে ওঠে মেঘেদের দেশে
চোখ মুখ উরু নাভি ভেসে ওঠে একে একে
ফিনিক্স পাখির মতো মিশে যায় নীলাকাশে।
তোমাকে আমি রোজ দেখি রূপাঞ্জনা ।
তোমাকে দেখি আমি মতিঝিলের স্ফটিক জলে
বাতাসে যখন ঢেউ খেলে যায় জলরাশি
অনুভব করি তোমার নিপুণ অঙ্গ সঞ্চালন
তোমার মুখে যখন চুম্বন করে যায় শঙ্খচিল
টোল পড়া মুখের হাসি মিশে যায় জলে
তোমাকে আমি রোজ দেখি রূপাঞ্জনা।
তোমাকে দেখি দূরে ওই সাদা কালো পাহাড়ে
অনুভব করি শুধু তোমার সীমাহীন নিস্তব্ধতা
তোমার হাসিটুকু লেগে থাকে পাহাড়ের চূড়াতে
তোমার উঁচু বক্ষ ঢেকে দেয় বিকেলের অন্ধকার
তোমার ওঠানামা থেমে যায় চোখের পলকে
তোমাকে আমি রোজ দেখি রূপাঞ্জনা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।