ডেস্ক রিপোর্টঃশেখ হাসিনার রায়কে ঘিরে ফরিদপুরের ভাঙ্গায় লকডাউন কর্মসূচির প্রধান সমন্বয়ক আ.লীগ নেতা তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলগী ইউনিয়নের চরবালিয়া থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি সোমবার সকালে আমার দেশকে নিশ্চিত করেন ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ নিক্সন চৌধুরীর আস্থাভাজন নেতা তৌহিদুর রহমান বুলবুল লকডাউন কর্মসূচি পালনের নেতৃত্বকারী হিসেবে ভূমিকা পালন করেন। এছাড়াও আলগী ও হামিরদী ইউনিয়নের শান্তিপূর্ণ জনগণের আন্দোলন নাশকতার সৃষ্টির বিশেষ সহযোগী সমন্বয়ক হিসেবে তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা রয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ের দিনক্ষণ ঘোষণায় গত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিতে তৌহিদুর রহমান বুলবুল ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার মাতুব্বরের নেতৃত্বে ভাঙ্গা-খুলনা মহাসড়কের শুয়োদি বাসস্ট্যান্ডের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে। আওয়ামী লীগ লকডাউন কর্মসূচির নামে শিশুদের ব্যবহারের চিত্র দৈনিক আমার দেশ পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশে নড়েচড়ে বসে পুলিশ ও আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট মহল। যৌথ বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য: লকডাউন কর্মসূচিতে নাশকতার ঘটনায় ১২ জন ইউপি চেয়ারম্যানসহ ১৭৭ জনকে নামীয়সহ আওয়ামী লীগের এক হাজার ১০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত ১৩ সেপ্টেম্বর দুটি পুলিশ স্টেশনে ও উপজেলা পরিষদ কার্যালয়ে নাশকতায় তৌহিদুর রহমান বুলবুলসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।