লক্ষ্মীপুর প্রতিনিধিঃ গত ১৪ মে ২০২৪ লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম (বার) এর সভাপত্বিতে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে। কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জেলার শ্রেষ্ঠ সার্কেল, মোঃ ইয়াছিন ফারুক মজুমদার, রায়পুর থানা, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মোঃ আনিছুজ্জামান, লক্ষ্মীপুর মডেল থানা, জেলার শ্রেষ্ঠ এসআই,মোঃ ইলিয়াছ, লক্ষ্মীপুর মডেল থানা, জেলার শ্রেষ্ঠ এএসআই, মহিউদ্দিন জুয়েল, সার্জেন্ট, ট্রাফিক বিভাগ, লক্ষ্মীপুর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়, জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, মোঃ শহীদ হোসেন, এসআই, চন্দ্রগঞ্জ থানা, অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ পুরস্কার, কবির হোসেন, পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখা ও তার টিম এবং মোঃ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক, রায়পুর সার্কেল অফিস ও তার টিম ইউনিয়ন নির্বাচনে সাহসী ভূমিকা রাখায় বিশেষ পুরস্কারে বিবেচিত হওয়ায় সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআইও-১, ওসি (ডিবি), আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।