মো.ইসমাইলুল করিম,স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য জেলার বান্দরবানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২৪-২৫) এর আওতায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লামা তথ্য অফিসের আয়োজনে লামায় ফাঁসিয়াখালীতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক লাবনী আক্তার তারানা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার, ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয় ও হারগাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদ হোছাইন এবং ইউপি ওয়ার্ড সদস্যবৃন্দ সহ প্রমূখ ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, এসডিজি, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ ও মানব পাচার রোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার, অটিজম, স্বাস্থ্য ও সামাজিক ইস্যু, গুজব ও সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।