মোঃ ইসমাইলুল করিম,নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মেউন্দা পাড়া এলাকায় স্কেভেটর ব্যবহার করে পাহাড় কর্তনের অপরাধে মো. রফিকুল ইসলাম (২৬) নামক এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা ও স্কেভেটর জব্দ করা হয়। মঙ্গলবার (১৮ ই মার্চ) দুপুরে স্কেভেটর জব্দ করে পাহাড় কাঁটার ঘটনায় লামা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব নেতত্বে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উচুঁ পাহাড় কেটে মাটি বিক্রির জন্য চুক্তি'তে স্কেভেটর দিয়ে মাটি কাটে বিক্রি করে, এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব অভিযান করে প্রতিবেদক'কে বলেন, পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড় কাটার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা এ দোষী সাব্যস্ত করে। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করে ইউপি সদস্য কাছে জিম্মি দেওয়া হয়। পাহাড় কাটার কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।