মো: আল আমিন গাজী,শ্যামনগর প্রতিনিধি:উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে লবণ ও খরা সহনশীল ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে লিডার্স এক বৃহৎ বীজ ও সার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্যামনগর, কালিগঞ্জ, মোংলা, বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলার ৩৫টি ইউনিয়নের মোট ৯,২০০ কৃষকের মাঝে ১৫,৬৫০ কেজি লবণ ও খরা সহনশীল ধান বীজ, ৩,০০০ কেজি সবজি বীজ এবং ৩০,০০০ কেজি জৈবসার বিতরণের লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দেদারুল ইসলাম উপস্থিত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিউল আযম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ লিডার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাতি গঠনে কৃষির অবদান অনস্বীকার্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত কৃষিকে টেকসই করতে লবণ ও খরা সহনশীল ধান-সবজি বীজ এবং জৈবসার বিতরণ উপকূলীয় কৃষিতে একটি সময়োপযোগী উদ্যোগ।” তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য লিডার্সকে ধন্যবাদ জানান।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, লিডার্স মূলত কৃষি,পানি, কৃষকদের ন্যায্য মুজুরী এবং বিভিন্ন জলবায়ু সংকটসহ বিভিন্ন বিষয়ে এই এলাকাতে কাজ করে। তারা লিডার্সের সকল উন্নয়নমূলক কাজের সাথে একাত্মতা ঘোষণা করে লিডার্সের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন।
লিডার্স- জলবায়ু পরিবর্তনে প্রভাবিত কৃষিকে সহনশীল ও টেকসই করার লক্ষ্যে ৭টি উপকূলীয় উপজেলার কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল বিনা-১০, ব্রি-৬৭, ব্রি-৯৯, ব্রি ৯৭ ও ব্রি-১০২ জাতের ধান বীজ ও গোল আলু, মিষ্টি আলু, লাউ, মিষ্টি কুমড়া, পেয়াজ, রসুনসহ মোট ২০ ধরনের সবজি বীজ প্রদানের পাশাপাশি মাটির স্বাস্থ্য সুরক্ষা ও রাসায়নিক সারের ব্যবহার কমাতে কৃষকদের মাঝে জৈব সার প্রদানের বৃহৎ উদ্যোগ গ্রহন করেছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।