মো:আল আমিন গাজী,শ্যামনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি
কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স (LEDARS) এর বাস্তবায়নে এবং দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড (Bread for the World) এর অর্থায়নে শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামে আজ অনুষ্ঠিত হয়েছে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা।
সভায় সভাপতিত্ব করেন শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মো. শফিকুল বারী।
এছাড়া উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মো. বাদশা আজম, সম্পাদক মো. আবুল হোসেন, এবং ফোরামের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় পরবর্তী ছয় মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় কৃষি উন্নয়ন, পানিসংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন এবং সচেতনতা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়।
সভাপতি মো. শফিকুল বারী তাঁর বক্তব্যে বলেন,
“লিডার্সের সহযোগিতায় আমাদের এলাকায় কৃষিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। পিএসএফ সংস্কার, বাঁশের সাঁকো নির্মাণ ও ইটের সোলিং রাস্তা তৈরি হয়েছে। সুপেয় পানি নিশ্চিত করতে আমরা মানববন্ধন, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে সকল সদস্যদের আরও সক্রিয়ভাবে যুক্ত হতে হবে।”
লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর শান্তা রানী বলেন,
“জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে ফোরামের গঠনতন্ত্র অনুসরণ করে চলা জরুরি। লিডার্সের কাজের পাশাপাশি আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও নিজস্ব উদ্যোগ প্রকল্পের সফলতাকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতে লিডার্স না থাকলেও এই ফোরাম আপনাদের নেতৃত্বেই এগিয়ে যাবে। স্থানীয় সরকারের সাথে সমন্বয় রেখে একত্রে কাজ করলে আপনারা নিজেরাই এলাকার সমস্যা সমাধান করতে পারবেন।”
সভা শেষে উপস্থিত সদস্যরা নতুন পরিকল্পনার সফল বাস্তবায়নে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।