শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধিঃবাগেরহাটের শরণখোলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক রায়হান উদ্দিন আকন শান্ত। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (চশমা) হাচানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলশ) হাসি আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন শান্ত আনারস মার্কা (প্রাপ্ত ভোট ৩০,১৯২) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান মিলন দোয়াত কলম মার্কা (প্রাপ্ত ভোট ১৮,৮১৫)। ভাইস চেয়ারম্যান পদে জনাব হাসানুজ্জামান পারভেজ নির্বাচিত হয়েছেন চশমা মার্কা (প্রাপ্ত ভোট ১৬,৫৩২) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম সবুজ টিউবওয়েল মার্কা (প্রাপ্য ভোট ১৫,৩৪৯)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহিমা আক্তার হাসি নির্বাচিত হয়েছেন কলস মার্কা (প্রাপ্ত ভোট ২৩,৪১৮) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিখা আক্তার ফুটবল মার্কা (প্রাপ্ত ভোট ২২,৩৩৩)।
রোববার (৯জুন) রাত সাড়ে ৯টায় উপজেলা কন্ট্রোলরুম থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা এনায়েত হোসন এ ফলাফল ঘোষনা করেন। উপজেলার চারটি ইউনিয়নের ৩৬ টি কেন্দ্রে শতকরা ৪৯.৫৪% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।