মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর ফূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে সুবর্ণজয়ন্তীর কমিটি ঘোষণা করে প্রেস ব্রিফিং করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাক্তার আব্দুর রহিম।
প্রেস ব্রিফিং এ ডাক্তার আব্দুর রহিম বলেন, সুবর্ণচরের ঐতিহ্যবাহী একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যসলয়ের ৫০ বছর ফূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করার লক্ষ্যে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপদেষ্টা কমিটি, নির্বাহী কমিটি ছাড়া ও আরো বিশটি কমিটি গঠন করা হয়েছে। প্রাণের স্পন্দন এ শিক্ষা প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান কে প্রাণবন্ত উৎসবমুখর ও মিলনমেলায় পরিনত করতে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী বৃন্দ, অভিভাবক মহল, এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিং এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম সুবর্ণজয়ন্তীর রেজিষ্ট্রেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আগামী ২৫ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।