শ্যামনগর প্রতিনিধিঃ ২৭ সেপ্টেম্বর ২০২৫ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ১০ জন প্রতিবন্ধী ও বয়স্ক নারীর মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো বলেন, “প্রতিবন্ধী ও বয়স্ক নারীরা সমাজের সবচেয়ে প্রান্তিক ও অবহেলিত অংশ। তাদের আনন্দ ভাগাভাগি করতে এই ক্ষুদ্র প্রয়াস।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংস্থার স্বেচ্ছাসেবীরা। কাপড় গ্রহণ করে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার আদায় এবং সামাজিক অন্তর্ভুক্তির জন্য কাজ করে যাচ্ছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।