বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় বজ্রপাতে আয়ুব হোসেন(৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার(১৫ জুন) বেলা ১২ টার সময় শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে। আয়ুব হোসেন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের ছোট ভাই।
উপজেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী জানান, তার ছোট ভাই বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন। ঘটনার দিন সে বাড়ির গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে গিয়েছিলেন। পরে মাঠে গরু বেঁধে রেখে ফিরে আসার সময় হঠ্যাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।